কসবায় আ.লীগ নেতার জামায়াতের ওয়ার্ড আমির হওয়া নিয়ে বিতর্ক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কসবায় আ.লীগ নেতার জামায়াতের ওয়ার্ড আমির হওয়া নিয়ে বিতর্ক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
কসবায় আ.লীগ নেতার জামায়াতের ওয়ার্ড আমির হওয়া নিয়ে বিতর্ক ছবির ক্যাপশন:
ad728

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে একই ওয়ার্ডের জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, মিজানুর রহমান খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট কমিটির ৩১ নম্বর সদস্য। ওই কমিটি ২০১৯ সালে ঘোষণা করা হয়। সে সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশ, মিছিল ও দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতেন বলে স্থানীয়দের দাবি।

স্থানীয়দের অভিযোগ, শেখ হাসিনা সরকারের সময় মিজানুর রহমান তৎকালীন আইনমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তখন তিনি নিজেকে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে উপস্থাপন করতেন এবং দলের ছত্রছায়ায় থেকে নানা সুযোগ-সুবিধা ভোগ করেছেন বলে অভিযোগ ওঠে।

এদিকে জানা গেছে, প্রায় এক বছর আগে মিজানুর রহমান জামায়াতে ইসলামীর খাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমির নির্বাচিত হন। বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়।

খাড়েরা ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের সভাপতি নাসিরুদ্দিন বলেন, হাসিনা সরকারের সময় তিনি আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে নানা সুবিধা নিয়েছেন। এখন রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের কুকর্ম আড়াল করতে জামায়াতে ইসলামের রাজনীতিতে আশ্রয় নিয়েছেন। জনগণ এসব বিষয় ভালোভাবেই বোঝে বলে মন্তব্য করেন তিনি।

খাড়েরা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বাবুল মিয়া বলেন, জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির এভাবে বারবার রাজনৈতিক অবস্থান পরিবর্তন দুঃখজনক। তাঁর মতে, রাজনীতি আদর্শের জায়গা হলেও এখানে আদর্শের বদলে ব্যক্তিস্বার্থই বেশি প্রাধান্য পাচ্ছে।

এ বিষয়ে ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, তিনি আগে মেম্বার ছিলেন এবং এখনো আছেন। সে হিসেবে হয়তো তাঁর নাম কোনো সময় আওয়ামী লীগের কমিটিতে রাখা হয়েছিল। যখন যে সরকার থাকে, সাধারণত তার সঙ্গেই থাকতে হয় বলে মন্তব্য করেন তিনি। কে কখন তাঁর নাম কমিটিতে যুক্ত করেছে, সে বিষয়ে তিনি জানেন না বলেও দাবি করেন।

এদিকে খাড়েরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শরীফ উদ্দিন বলেন, প্রায় এক বছর আগে মিজান মেম্বার ৮ নম্বর ওয়ার্ডের আমির নির্বাচিত হয়েছেন। তবে তিনি যে আওয়ামী লীগের সদস্য ছিলেন, সে তথ্য তাঁর জানা ছিল না বলে দাবি করেন।

কসবা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী বলেন, মিজানুর রহমান আওয়ামী লীগের সদস্য ছিলেন—এ বিষয়টি তারা অবগত ছিলেন না। এলাকাবাসীর কোনো অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ৪০০ উইকেট মোস্তাফিজের

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ৪০০ উইকেট মোস্তাফিজের