গণভোটে জনসচেতনতা বাড়াতে ১৫ হাজার ব্যানার, ৮০ লাখ লিফলেট ছাপাল ইসি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গণভোটে জনসচেতনতা বাড়াতে ১৫ হাজার ব্যানার, ৮০ লাখ লিফলেট ছাপাল ইসি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
গণভোটে জনসচেতনতা বাড়াতে ১৫ হাজার ব্যানার, ৮০ লাখ লিফলেট ছাপাল ইসি ছবির ক্যাপশন:
ad728

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশব্যাপী ব্যাপক প্রচারণা কার্যক্রম হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোট উপলক্ষে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে ইউএনডিপির সহায়তায় ১৫ হাজার পরিবেশবান্ধব ব্যানার এবং ৮০ লাখ ৪২ হাজার লিফলেট মুদ্রণ করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গণভোট সম্পর্কে ভোটারদের সচেতন করতে পরিবেশবান্ধব ১৫ হাজার ব্যানার মুদ্রণ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশনা ও ডকুমেন্টেশন শাখার মাধ্যমে এসব ব্যানার দেশব্যাপী আঞ্চলিক ও জেলা পর্যায়ে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

নির্দেশনা অনুযায়ী বিভাগীয় কমিশনার অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, সিনিয়র জেলা ও জেলা নির্বাচন অফিস, সিটি করপোরেশন ও পৌরসভা কার্যালয়, উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ও থানা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং জনবহুল স্থানে এসব ব্যানার টানানো হবে।

এছাড়া গণভোট উপলক্ষে ৮০ লাখ ৪২ হাজার লিফলেট মুদ্রণ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের ক্রয় ও মুদ্রণ শাখার মাধ্যমে উপজেলা ও থানা নির্বাচন অফিস প্রতি ১৫ হাজার, সিনিয়র জেলা ও জেলা নির্বাচন অফিস প্রতি ৩ হাজার এবং আঞ্চলিক নির্বাচন অফিস প্রতি ২ হাজার করে লিফলেট বিতরণ করা হচ্ছে।

লিফলেটগুলো বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি দপ্তর, সিটি করপোরেশন ও পৌরসভার গুরুত্বপূর্ণ স্থান, ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, হাট-বাজার এবং জনসমাগম হয় এমন এলাকায় বিতরণ করা হবে।

ব্যানার ও লিফলেট বিতরণ ও প্রচারসংক্রান্ত ব্যয় নির্বাহের জন্য উপজেলা ও থানা নির্বাচন অফিসারদের অনুকূলে বরাদ্দ দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। বরাদ্দের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ড প্রতি এক হাজার টাকা করে।

চিঠিতে জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা ও থানা নির্বাচন অফিসারদের নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করে ব্যানার ও লিফলেট সংগ্রহ এবং নির্ধারিত স্থানে ব্যাপক প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতের বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একজন

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতের বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একজন