রেমিট্যান্স বাড়ায় বাজার সামাল দিতে ৩ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রেমিট্যান্স বাড়ায় বাজার সামাল দিতে ৩ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 7, 2026 ইং
রেমিট্যান্স বাড়ায় বাজার সামাল দিতে ৩ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক ছবির ক্যাপশন:
ad728

চলতি অর্থবছরে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়তে থাকায় দেশের ব্যাংকিং ব্যবস্থায় ডলারের সরবরাহ বেড়েছে। এই অতিরিক্ত ডলার বাজারে চাপ সৃষ্টি না করতে এবং বৈদেশিক মুদ্রার যোগান-চাহিদার ভারসাম্য বজায় রাখতে ধারাবাহিকভাবে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক।

এরই অংশ হিসেবে রোববার (২৮ ডিসেম্বর) তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ১১ কোটি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে পরিচালিত এই লেনদেনে প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, মুদ্রাবাজারে অস্থিরতা এড়াতে এবং ব্যাংকগুলোর অতিরিক্ত ডলার চাপ কমাতে এই কেনাকাটা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু চলতি ডিসেম্বর মাসেই বাংলাদেশ ব্যাংক মোট ৯২ কোটি ডলার কিনেছে। আর ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৫৬ মিলিয়ন ডলার, যা প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের সমান।

ডলার কেনার এই প্রবণতার পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে প্রবাসী আয়। ডিসেম্বর মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ২১ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৯৮ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় সাড়ে ৯ শতাংশ।

চলতি অর্থবছরের শুরু থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫২১ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ হাজার ৩১২ কোটি ডলার। সে হিসাবে পাঁচ মাসের কিছু বেশি সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, প্রবাসী আয়ে প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের ডিজিটাল ও কাঠামোগত উন্নয়ন এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে। বৈধ পথে রেমিট্যান্স পাঠানো সহজ হওয়ায় প্রবাসীরা এখন আগের চেয়ে বেশি পরিমাণ অর্থ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশে পাঠাচ্ছেন।

এর ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে একদিকে যেমন রিজার্ভে স্বস্তি এসেছে, অন্যদিকে ডলারের বিনিময় হারও নিয়ন্ত্রিত থাকছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে গত নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এই প্রবণতা অব্যাহত থাকলে সামনের মাসগুলোতেও রেমিট্যান্স ও ডলার বাজারে ইতিবাচক ধারা বজায় থাকবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব