সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2026 ইং
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন ছবির ক্যাপশন:
ad728

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীর জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জামিন শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর তার জামিন আদেশ প্রদান করা হয়েছে করেন।

আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি। তিনি জানান, শুনানিতে আসামিপক্ষে বিস্তারিতভাবে যুক্তি তুলে ধরা হয় এবং আদালত তা বিবেচনায় নিয়ে জামিনের আদেশ দেন।

শুনানিকালে আসামিপক্ষ থেকে বলা হয়, সাংবাদিক আনিস আলমগীর সম্পূর্ণ নির্দোষ ও নিরপরাধ। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং মামলার ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র ও হয়রানির অংশ হিসেবে এই মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করা হয়।

আইনজীবীরা আরও উল্লেখ করেন, এজাহারে আনিস আলমগীরের নাম থাকলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অপরাধমূলক ভূমিকার কথা উল্লেখ করা হয়নি। তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী বা সদস্য নন এবং মামলায় উল্লিখিত ধারাগুলোর কোনোটিই তার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

শুনানিতে তাকে একজন বিশিষ্ট সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ও শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়। আসামিপক্ষের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম বা টকশোতে মতামত প্রকাশ করা কখনোই রাষ্ট্রবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে না, যদি না তা আইন লঙ্ঘনের পর্যায়ে পড়ে।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় সাংবাদিক আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর ১৫ ডিসেম্বর আদালত আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড আদেশ প্রদান করেন। রিমান্ড শেষে গত ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাবন্দি ছিলেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর তার অনুসারীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। অভিযোগে বলা হয়, আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টকশোর মাধ্যমে নিষিদ্ধ সংগঠন পুনর্বাসনের পক্ষে প্রপাগান্ডা চালাচ্ছেন, যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৪ ডিসেম্বর রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসনের অপচেষ্টা চালানো হচ্ছে—এমন কনটেন্ট দেখে বাদী মামলা দায়ের করেন।

সব অভিযোগ ও যুক্তি শুনে আদালত সাংবাদিক আনিস আলমগীরের জামিন আদেশ প্রদান করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ খাতে অদৃশ্য উৎপাদন, দৃশ্যমান বিল

বিদ্যুৎ খাতে অদৃশ্য উৎপাদন, দৃশ্যমান বিল