ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র ছবির ক্যাপশন:
ad728

ভেনেজুয়েলা থেকে যাত্রা করা একটি তেলবাহী জাহাজ ক্যারিবীয় সাগরে আটক করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৯ জানুয়ারি) মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা যায়, ‘ওলেনা’ নামের ওই ট্যাংকারটি মার্কিন নৌবাহিনীর একটি অভিযানে জব্দ করা হয়।

সিএনএনের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, অভিযানে নেতৃত্ব দেয় মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। জাহাজটি আটক করার সময় কোনো ধরনের প্রতিরোধের ঘটনা ঘটেনি এবং পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, আটক হওয়া ট্যাংকার ওলেনা পূর্ব তিমুরের পতাকা বহন করছিল। তবে জাহাজটির ভেনেজুয়েলার তেল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় এটি যুক্তরাষ্ট্রের নজরে আসে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার তেল পরিবহন ও বাণিজ্যের সঙ্গে যুক্ত জাহাজগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সম্প্রতি নজরদারি ও অভিযান জোরদার করেছে। এর অংশ হিসেবেই ক্যারিবীয় অঞ্চলে এই জব্দ অভিযান পরিচালিত হয়েছে।

এর আগে, দুই দিন আগে উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়া-সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজ ‘মারিনেরা’ আটক করে মার্কিন বাহিনী। এছাড়া গত মাসে ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি তিনটি তেলবাহী জাহাজ জব্দ করার ঘটনাও ঘটে।

ভেনেজুয়েলার তেল বাণিজ্য ঘিরে চলমান এই অভিযানের ধারাবাহিকতায় গত সপ্তাহে এক নাটকীয় অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাও ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া হচ্ছে। তবে এসব অভিযানের ফলে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের