‘যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে' —রুমিন ফারহানা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে' —রুমিন ফারহানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
‘যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে' —রুমিন ফারহানা ছবির ক্যাপশন:
ad728

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানের সময় রাজপথে সাধারণ মানুষ তার পাশে কাউকেই দেখেনি, তিনি একাই ছিলেন। সেই বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, “যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি।”

শনিবার রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে প্রধান নির্বাচনি অফিস উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, তিনি কোনো দল, গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের আপন হতে চান না। বরং তিনি তাঁর এলাকার সাধারণ মানুষের আপন হয়ে থাকতে চান। জনগণের মুখের দিকে তাকিয়েই তিনি নিজের জীবন বাজি রেখেছেন বলে মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের সমর্থনই তাকে শত প্রতিকূলতার মধ্যেও নির্বাচনে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। তার রাজনীতির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি ইতিহাসের উদাহরণ টানেন। রুমিন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদার করেননি; সেই আন্দোলন গড়ে তুলেছিলেন সাধারণ ছাত্র ও খেটে খাওয়া মানুষ, যাদের মধ্যে তার বাবাও ছিলেন। তাদের আত্মত্যাগেই ভাষা আন্দোলনে গণমানুষের দাবি প্রতিষ্ঠিত হয়েছিল।

একইভাবে মহান মুক্তিযুদ্ধ ও ১৯৯০ সালের গণঅভ্যুত্থানসহ ২০২৪ সালের আন্দোলনও সাধারণ মানুষের রক্ত ও ত্যাগের ফল বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, যুগে যুগে মানুষের আকাঙ্ক্ষাই ইতিহাসের গতিপথ নির্ধারণ করেছে।

বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেন। বলেন, যারা কিছুদিন আগেও আড়ালে ছিল, তারাই এখন তার নেতাকর্মীদের মামলা ও হুমকির ভয় দেখাচ্ছে। তবে তিনি হুমকির রাজনীতিতে বিশ্বাসী নন বলে জানিয়ে বিনীত ভাষায় সতর্ক করেন—তার কোনো নেতাকর্মীর গায়ে হাত তোলার চেষ্টা হলে তার জবাব দিতে হবে।

রুমিন ফারহানা আরও বলেন, তিনি শেখ হাসিনার শক্তিশালী প্রশাসনকেও ভয় পাননি। এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অঙ্গীকার যেহেতু সুষ্ঠু নির্বাচন, তাই ব্যালট বাক্স ভরে নির্দিষ্ট কাউকে জেতানোর সুযোগ নেই। কোনো প্রার্থীর কর্মীদের ওপর হামলার আগে সংশ্লিষ্ট প্রার্থীকে এর জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠান শেষে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শাহবাজপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মুফতি শহিদুল ইসলাম।

এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবজাল হোসেন, সরাইল সরকারি কলেজের সাবেক ভিপি মো. ওসমান, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পরে রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ কেলেঙ্কারি: দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ কেলেঙ্কারি: দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস