কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিরুদ্ধে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস যে মামলা দায়ের করেছিল, তা নিষ্পত্তি করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এর ফলে ইডির বিরুদ্ধে দায়ের করা ওই মামলায় তৃণমূল কংগ্রেস আদালতে কোনো স্বস্তি পায়নি।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে বাধাদানের অভিযোগে ইডির করা মামলার শুনানি বুধবার মুলতবি করেছেন আদালত। এই অভিযোগের বিষয়টি নিয়েই কেন্দ্রীয় সরকার আলাদাভাবে সুপ্রিম কোর্টে মামলা করেছে। সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে আজ বৃহস্পতিবার।
প্রসঙ্গত, কয়লা ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তে গত ৮ জানুয়ারি কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের মালিকের বাড়ি ও দপ্তরে তল্লাশি চালায়। ওই অভিযানের সময় কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দেওয়ার অভিযোগ তোলে ইডি।
এই ঘটনার পরই ইডির ভূমিকার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আদালতের দ্বারস্থ হয়। তবে কলকাতা হাইকোর্টে সেই মামলার আর বিচার চলমান থাকল না। ফলে ইডি ও তৃণমূল কংগ্রেসের মধ্যকার আইনগত ও রাজনৈতিক সংঘাত নতুন করে জাতীয় পর্যায়ে আলোচনায় উঠে এসেছে।