নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড ছবির ক্যাপশন: মিরপুরে আতশবাজির ফুলকি থেকে বহুতল ভবনের একাংশে আগুন জ্বলতে দেখা যাচ্ছে
ad728

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে খ্রিষ্টীয় নববর্ষ-২০২৬ উদযাপনে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানোর ঘটনা ঘটেছে। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে বিকট শব্দে কেঁপে ওঠে রাজধানীর আকাশ-বাতাস। এই আতশবাজির ফুলকি থেকেই রাজধানীতে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুর ৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনের একাংশে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফোটানো আতশবাজির ফুলকি ভবনের কোনো অংশে পড়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশের একটি বহুতল ভবনের একাংশজুড়ে আগুন জ্বলছে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিওটি মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এদিকে মিরপুরের পাশাপাশি ধানমন্ডি, মোহাম্মদপুর, তেজগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশে আতশবাজি ও পটকা ফোটাতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এবার রাত ১১টার পর থেকেই বিভিন্ন এলাকায় পটকা ফাটানো শুরু হয়, যা মধ্যরাতের পর আরও তীব্র আকার ধারণ করে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালনের ঘোষণা দিয়েছে সরকার। এ উপলক্ষে ডিএমপি এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে।

ডিএমপির নির্দেশনায় আরও বলা হয়, উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। পাশাপাশি উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড থেকেও সবাইকে বিরত থাকতে বলা হয়।

তবে এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানো হয়েছে, যা একদিকে জননিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে, অন্যদিকে রাষ্ট্রীয় শোকের পরিবেশকেও ব্যাহত করেছে বলে মনে করছেন অনেকেই।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে টিকে থাকার লড়াইয়ে জামায়াতই এনসিপির ভরসা

সংসদে টিকে থাকার লড়াইয়ে জামায়াতই এনসিপির ভরসা