গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে নীতিগত আগ্রহ জানাল বাংলাদেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে নীতিগত আগ্রহ জানাল বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে নীতিগত আগ্রহ জানাল বাংলাদেশ ছবির ক্যাপশন:
ad728

গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা এবং যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গঠিতব্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স—আইএসএফ) অংশ হতে বাংলাদেশ নীতিগতভাবে আগ্রহ প্রকাশ করেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই অবস্থান তুলে ধরেছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে জানানো হয়, গতকাল ওয়াশিংটন ডিসিতে মার্কিন রাজনৈতিকবিষয়ক আন্ডার-সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার এবং স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠকে খলিলুর রহমান গাজা ইস্যুতে বাংলাদেশের এই আগ্রহের কথা জানান।

বৈঠকে খলিলুর রহমান বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির নিরাপত্তা ও তত্ত্বাবধানের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের উদ্যোগে বাংলাদেশ গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী। জবাবে আন্ডার-সেক্রেটারি অ্যালিসন হুকার এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানান।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় ইসরাইলের যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব অনুমোদন করে। ওই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধারা ছিল গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন।

বৈঠকে অ্যালিসন হুকার বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় খলিলুর রহমান আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও সরকারের নেওয়া ব্যবস্থাগুলো সম্পর্কে তাকে অবহিত করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

বৈঠকে দুই পক্ষের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। খলিলুর রহমান জানান, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে কৃষিপণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

তিনি মার্কিন ভিসা বন্ড ব্যবস্থার আওতায় বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করার অনুরোধ জানান। বিশেষ করে স্বল্পমেয়াদি বি-১ ক্যাটাগরির ভিসাকে ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান। এ বিষয়ে হুকার ইতিবাচক বিবেচনার আশ্বাস দেন।

রোহিঙ্গা ইস্যুতে খলিলুর রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত রাখার অনুরোধ করেন। জবাবে হুকার রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।

এছাড়া, সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, নির্বাচন, বাণিজ্য-বিনিয়োগ, ভিসা বন্ড ও আঞ্চলিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ আমন্ত্রিত হিসেবে খলিলুর রহমান পররাষ্ট্র দপ্তরে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ গ্রহণ অনুষ্ঠানেও অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদপুর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

চাঁদপুর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার