ভেনেজুয়েলার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতির চেষ্টা ভারতের রিলায়েন্সের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভেনেজুয়েলার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতির চেষ্টা ভারতের রিলায়েন্সের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
ভেনেজুয়েলার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতির চেষ্টা ভারতের রিলায়েন্সের ছবির ক্যাপশন:
ad728

ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পাওয়ার লক্ষ্যে আলোচনা চালাচ্ছে ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, পশ্চিমা দেশগুলোর চাপের মুখে রাশিয়া থেকে তেল আমদানি কমানোর বিষয়টি বিবেচনায় নেওয়ায় বিকল্প জ্বালানি উৎস নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, রিলায়েন্সের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ট্রেজারি ডিপার্টমেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। লক্ষ্য হলো, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার তেল কেনার জন্য বিশেষ অনুমোদন বা লাইসেন্স পাওয়া। একই সময়ে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে প্রায় পাঁচ কোটি ব্যারেল তেল রপ্তানি সংক্রান্ত আলোচনা চলমান রয়েছে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে অতীতে প্রতিষ্ঠানটি ভেনেজুয়েলার তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ লাইসেন্স পেয়েছিল। সেই অনুমতির আওতায় ২০২৫ সালের প্রথম চার মাসে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ রিলায়েন্সকে চার দফায় তেলের চালান সরবরাহ করে। ওই সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৬৩ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছিল রিলায়েন্স।

পরবর্তীতে পরিস্থিতির পরিবর্তন ঘটে। মার্চ ও এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র পিডিভিএসএর অধিকাংশ অংশীদারের লাইসেন্স স্থগিত করে এবং ভেনেজুয়েলার তেল ক্রেতাদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দেয়। এর ফলে রিলায়েন্সসহ একাধিক আন্তর্জাতিক তেল কোম্পানি ভেনেজুয়েলার তেল আমদানি কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়।

রিলায়েন্সের সর্বশেষ ভেনেজুয়েলার তেলের চালান ভারতে পৌঁছায় ২০২৫ সালের মে মাসে। এরপর থেকে প্রতিষ্ঠানটি নতুন কোনো চালান নেয়নি। তবে গত বৃহস্পতিবার রিলায়েন্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী যদি অ-মার্কিন ক্রেতাদের কাছে ভেনেজুয়েলার তেল বিক্রির অনুমতি দেওয়া হয়, তাহলে তারা পুনরায় আমদানির বিষয়টি বিবেচনা করবে।

এদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, নির্দিষ্ট কোনো লাইসেন্স বা অনুরোধ নিয়ে তারা সাধারণত প্রকাশ্যে মন্তব্য করে না। তবে ভেনেজুয়েলার জনগণের স্বার্থ রক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত অবস্থান বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্লেষকদের মতে, শেভরন, ভিটল ও ট্রাফিগুরাসহ একাধিক আন্তর্জাতিক তেল কোম্পানি বর্তমানে ভেনেজুয়েলার তেল রপ্তানির লাইসেন্স পেতে প্রতিযোগিতায় রয়েছে। ভেনেজুয়েলার স্থলভাগের ট্যাংক ও তেলবাহী জাহাজে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল মজুত থাকায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তই নির্ধারণ করবে, আন্তর্জাতিক বাজারে ভেনেজুয়েলার তেল আবার কতটা দ্রুত প্রবেশ করতে পারবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় ৩৮ নির্দেশনা জারি সরকারের

ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় ৩৮ নির্দেশনা জারি সরকারের