ব্রিটেনে নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টার চোখে পড়ছে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ব্রিটেনে নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টার চোখে পড়ছে

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
ব্রিটেনে নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টার চোখে পড়ছে ছবির ক্যাপশন: লন্ডনের বিভিন্ন সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় নেতানিয়াহুকে ‘ওয়ান্টেড’ ব্যক্তি হিসেবে চিত্রিত পোস্টার।
ad728

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাস, সড়ক ও জনসমাগমপূর্ণ ব্যস্ত এলাকাগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘ওয়ান্টেড’ ব্যক্তি ঘোষণা করা একটি পোস্টারে ছেয়ে গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের ফিলিস্তিনপন্থি গোষ্ঠীগুলো করেছে এই কাজ। নেদারল্যান্ডসভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তা ও উল্লেক করা হয়েছে পোস্টারে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।

গাজায় গত ২ বছরে সামরিক অভিযান চালিয়ে ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে অক্টোবর থেকে সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল। কিন্তু অভিযোগ উঠেছে— প্রায়েই যুদ্ধবিরতির শর্ত ভেঙে সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মগবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মগবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার