বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি ইরানের, সংঘর্ষে বাড়ছে হতাহতের সংখ্যা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি ইরানের, সংঘর্ষে বাড়ছে হতাহতের সংখ্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি ইরানের, সংঘর্ষে বাড়ছে হতাহতের সংখ্যা ছবির ক্যাপশন:
ad728

ইরানজুড়ে টানা বিক্ষোভের মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ। ইরানের প্রচলিত আইনে এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

শনিবার রাতে দেশটির বিভিন্ন শহরে নতুন করে ব্যাপক বিক্ষোভ হয়েছে। একাধিক স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিনে সংঘর্ষে কয়েক শ মানুষ নিহত বা আহত হয়েছেন।

গতকাল দেওয়া এক বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোভাহেদি আজাদ বলেন, যারা রাষ্ট্রের বিরুদ্ধে সহিংস আন্দোলনে জড়িত, তাদের ইসলামী আইনের আওতায় কঠোরভাবে বিচার করা হবে। তাঁর এই মন্তব্যের পর দেশটিতে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। প্রথমদিকে এই আন্দোলন ছিল মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে। তবে অল্প সময়ের মধ্যেই তা রাজনৈতিক রূপ নেয়। আন্দোলনকারীদের একটি অংশ এখন সরাসরি ইসলামি প্রজাতন্ত্রের অবসান চেয়ে স্লোগান দিচ্ছেন।

তেহরানের চিকিৎসকদের বরাত দিয়ে শনিবার মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানায়, রাজধানীর মাত্র ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। নিহতদের বেশির ভাগই গুলিবিদ্ধ ছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এসব হাসপাতালে আহত ও নিহতদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

ইরানে চলমান অস্থিরতা এখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। শনিবার পশ্চিম লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসের সামনে কয়েক শ বিক্ষোভকারী জড়ো হয়ে সরকারবিরোধী বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা ইরানের পতাকা বহন করে নানা স্লোগান দেন। একপর্যায়ে একজন দূতাবাস ভবনের বারান্দায় উঠে পতাকা নামিয়ে ফেলেন।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওই ঘটনার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনুপ্রবেশের অভিযোগে আরও একজনকে শনাক্ত করার চেষ্টা চলছে।

পর্যবেক্ষকদের মতে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি ইরানে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার