ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রোববার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
ব্রিফিংয়ে তিনি বলেন, যারা সহিংসতা, দস্যুতা কিংবা ভোটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। আবেগ কিংবা অন্য কোনো অজুহাতে সংঘটিত অপরাধের জন্য দায়ীদের আইন অনুযায়ী জবাবদিহি করতে হবে।
নির্বাচন কমিশনার আরও জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ক্ষুণ্ন করতে পারে—এমন সব কর্মকাণ্ড প্রতিরোধে মাঠপর্যায়ে যৌথ বাহিনী সক্রিয়ভাবে কাজ করবে। অভিযানের অংশ হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্দেহভাজনদের আটক কার্যক্রম জোরদার করা হবে।
ইসি সূত্র জানায়, ভোটগ্রহণের আগে ও চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
কসমিক ডেস্ক