সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম, অধ্যাদেশ না হলে রোববার থেকে টানা অবস্থান কর্মসূচির ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম, অধ্যাদেশ না হলে রোববার থেকে টানা অবস্থান কর্মসূচির ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 3, 2025 ইং
সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম, অধ্যাদেশ না হলে রোববার থেকে টানা অবস্থান কর্মসূচির ঘোষণা ছবির ক্যাপশন: সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম, অধ্যাদেশ না হলে রোববার থেকে টানা অবস্থান কর্মসূচির ঘোষণা
ad728

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা কলেজের সামনে বিক্ষোভ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান এই ঘোষণা দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আলোচিত সাত কলেজকে একীভূত করে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া অনিশ্চয়তায় আটকে আছে। বহুবার আশ্বাস দেওয়া হলেও এখনো অধ্যাদেশ জারি হয়নি। তাই আমরা রোববার থেকে রাস্তায় বসে অবস্থান নেব—অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

এর আগে সকাল থেকেই শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা মিরপুর রোডের সামনের অংশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। টানা দুই ঘণ্টার বেশি অবরোধের পর তারা কর্মসূচি স্থগিত করে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের মধ্য দিয়ে সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। গত ১২ নভেম্বর মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে গুজব বা অসম্পূর্ণ তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা না করতে সবাইকে অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপির প্রতিশ্রুতি নিয়ে ইসির নীরবতায় প্রশ্ন এনসিপির

বিএনপির প্রতিশ্রুতি নিয়ে ইসির নীরবতায় প্রশ্ন এনসিপির