ভোটের রাজনীতিতে যাদের বাস্তব কোনো জনভিত্তি নেই, তারাই উচ্চকণ্ঠে নির্বাচন বন্ধ করার কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এমন কিছু গোষ্ঠী আছে যাদের ভোটের হিসেবে তিনটি ভোটও নেই, অথচ তারাই বড় গলায় বলে বেড়াচ্ছে—নির্বাচন হতে দেওয়া হবে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, অথচ একটি মহল অহেতুক ভয়ভীতি ছড়াচ্ছে। বিএনপি নির্বাচনকে ভয় পায় না বরং নির্বাচনেই বিশ্বাস করে। জনগণের কাছে গিয়ে রায় নেওয়াই দলের রাজনীতির মূল দর্শন। জনগণ যদি ভোট দিয়ে প্রত্যাখ্যান করে, তাহলে বিএনপি বিরোধী দল হিসেবেই থাকবে—এটাই গণতান্ত্রিক বাস্তবতা।
তিনি আরও বলেন, যারা অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্ব মেনে নেয়নি, তারাই আজ সবচেয়ে বেশি অস্থিরতা সৃষ্টি করছে। দেশের স্বাধীনতার ইতিহাসে ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজ নির্বাচনমুখী একটি পরিবেশ তৈরি হয়েছে, যা নষ্ট করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।
সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে বিএনপি বহু আগেই ৩১ দফা প্রস্তাব দিয়েছিল। বর্তমান সরকার এখন সংস্কার নিয়ে প্রচার চালালেও এই ধারণার সূচনা বিএনপিই করেছে বলে তিনি দাবি করেন।
আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করা হয়।