হাইকোর্টের আদেশে শাবিপ্রবির শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাইকোর্টের আদেশে শাবিপ্রবির শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
হাইকোর্টের আদেশে শাবিপ্রবির শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত ছবির ক্যাপশন:
ad728

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং সংশ্লিষ্ট হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের এই আদেশের ফলে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা শাকসু নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত হয়ে গেল। চার সপ্তাহের স্থগিতাদেশ শেষ হওয়ার পর পরিস্থিতি বিবেচনায় যেকোনো দিন নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, শাকসু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের দেওয়া অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। রিটের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

শুনানি শেষে ব্যারিস্টার রাশনা ইমাম সাংবাদিকদের জানান, শাকসু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে অনুমোদন দিয়েছিল, হাইকোর্ট তা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এর ফলে নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজনের সুযোগ থাকছে না। তিনি আরও বলেন, স্থগিতাদেশের মেয়াদ শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিনজন শিক্ষার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিট আবেদনে নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আপত্তি ও আইনি প্রশ্ন তোলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, দীর্ঘদিন পর শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি ও আইনি জটিলতার কারণে শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে নির্বাচন স্থগিত হলো। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত শাকসু ও হল সংসদ নির্বাচনের কার্যক্রম বন্ধ থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কিউবার সার্বভৌমত্ব রক্ষায় চীনের দৃঢ় অবস্থান

কিউবার সার্বভৌমত্ব রক্ষায় চীনের দৃঢ় অবস্থান