সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা বিএনপির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা বিএনপির

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা বিএনপির ছবির ক্যাপশন:
ad728

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

তিনি জানান, শোক পালনকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। এ সময় দলের সব স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

রিজভী আরও বলেন, খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় প্রতিটি দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই। পৃথিবী থেকে চলে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাত দিনব্যাপী শোক পালন করবে।’

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তপশিলের সময়সীমা ঘনিয়ে আসায় ১১ দলীয় জোটে দরকষাকষি তুঙ্গে

তপশিলের সময়সীমা ঘনিয়ে আসায় ১১ দলীয় জোটে দরকষাকষি তুঙ্গে