ঋণখেলাপি প্রার্থীদের সংসদ নির্বাচনে অংশগ্রহণ রোধে জোর প্রস্তুতি কেন্দ্রীয় ব্যাংকের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঋণখেলাপি প্রার্থীদের সংসদ নির্বাচনে অংশগ্রহণ রোধে জোর প্রস্তুতি কেন্দ্রীয় ব্যাংকের

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
ঋণখেলাপি প্রার্থীদের সংসদ নির্বাচনে অংশগ্রহণ রোধে জোর প্রস্তুতি কেন্দ্রীয় ব্যাংকের ছবির ক্যাপশন:
ad728

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপি প্রার্থীদের প্রার্থী হওয়ার পথ বন্ধ করতে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রার্থীদের নাম, ঠিকানা এবং পরিচিতিসহ সম্ভাব্য ঋণ খেলাপি তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ধারা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত ঋণখেলাপি ব্যক্তি কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। বর্তমানে সিআইবি-তে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সর্বনিম্ন ১ টাকা ঋণ পর্যন্ত তথ্য সংরক্ষিত হচ্ছে এবং সব তথ্য অনলাইনে যাচাইযোগ্য।

প্রার্থীর নিজস্ব ঋণ ছাড়াও তার নিয়ন্ত্রণাধীন কোম্পানি বা নির্ভরশীল ব্যক্তির ঋণ খেলাপি থাকলে প্রার্থীও খেলাপি হিসেবে গণ্য হবেন। ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে মনোনয়নপত্র বাছাই এবং নির্বাচনী প্রক্রিয়ার সময় ঋণখেলাপি প্রার্থীদের বিরুদ্ধে আপত্তি তোলার জন্য।

এছাড়া, আদালতের নির্দেশনার আলোকে যেসব ঋণখেলাপি প্রার্থী এখনও মুক্ত রয়েছেন, তাদের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ব্যাংকগুলোকে আইনজীবী নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুলনায় এনসিপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

খুলনায় এনসিপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে