জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর ফলে ওই সময়ের রাজনৈতিক প্রতিরোধ আন্দোলনে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলো প্রত্যাহারের পথ সুগম হলো।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইনবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই ও আগস্ট মাসে সংঘটিত রাজনৈতিক প্রতিরোধ আন্দোলনের প্রেক্ষাপটে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে, সরকার সেগুলো প্রত্যাহার করবে। পাশাপাশি এ সংক্রান্ত নতুন করে কোনো মামলা দায়ের করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
আইন উপদেষ্টা জানান, গণঅভ্যুত্থানের সময় আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে কোনো মামলা হয়েছে কি না, তা সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, “এই আন্দোলন ছিল জনগণের ন্যায্য রাজনৈতিক প্রতিরোধ। সেই প্রেক্ষাপটে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা থাকা গণতান্ত্রিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তাই সরকার তাদের আইনি সুরক্ষা দিতে দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন করেছে।”
সরকারি সূত্রে জানা গেছে, এই অধ্যাদেশের মাধ্যমে শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন ও প্রতিরোধের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডকেই দায়মুক্তির আওতায় আনা হবে। কোনো ধরনের সহিংস অপরাধ বা গুরুতর ফৌজদারি কর্মকাণ্ড এতে অন্তর্ভুক্ত নয়—এ বিষয়টি স্পষ্ট করা হয়েছে নীতিগত সিদ্ধান্তে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, জুলাই-আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিরোধ আন্দোলন জোরালো রূপ নেয়। ওই সময় আন্দোলন দমনের নামে একাধিক মামলা দায়ের হওয়ার অভিযোগ ওঠে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এসব মামলা পুনর্বিবেচনার দাবি জোরালো হয়ে ওঠে।
দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদনের মাধ্যমে সরকার সেই দাবির বাস্তব প্রতিফলন ঘটাল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এখন দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলাগুলো প্রত্যাহার করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
কসমিক ডেস্ক