ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দ্বিতীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। গতকাল দুপুরে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বগুড়া-৭ আসন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঐতিহ্যবাহী আসন। এলাকার ভোটাররা তাঁকে প্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহী। নেতা-কর্মীদের চাহিদা ও সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে একাধিক স্থান থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও জানান, গাবতলী উপজেলার পর শাজাহানপুর উপজেলার নেতা-কর্মীদের অংশগ্রহণে আরও একটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩১ হাজার। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে এলাকায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ ও তৎপরতা দেখা যাচ্ছে।
কসমিক ডেস্ক