ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে নতুন করে আরও একটি দল যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, বাংলাদেশ লেবার পার্টি এই জোটে যোগ দিতে যাচ্ছে। এতে বর্তমানে ১০ দল নিয়ে গঠিত জোটটি আবারও ১১ দলীয় রূপ পেতে পারে।
এর আগে জোটটি ১১ দলের হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখান থেকে সরে এসে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। ফলে জোটটি তখন ১০ দলে সীমিত হয়ে পড়ে।
জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান গণমাধ্যমকে জানিয়েছেন, এ নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তা জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
দীর্ঘ প্রায় দুই দশক বিএনপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক থাকার পর বাংলাদেশ লেবার পার্টি এবার সেই সম্পর্ক ছিন্ন করে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। দলটি থেকে এবার মোট ১৫ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, যদি বাংলাদেশ লেবার পার্টি জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আগামী দু-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এদিকে গতকাল শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, গোটা জাতি বর্তমানে দুটি ধারায় বিভক্ত। একদিকে রয়েছে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং তিনি আগাম ঘোষণা দেন, খুব শিগগিরই আরও একটি দল এই জোটে যুক্ত হবে, ফলে এটি ১১ দলীয় ঐক্যে পরিণত হবে।
তবে ওই বক্তব্যে কোন দলটি জোটে যুক্ত হচ্ছে—সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। এরপর থেকেই রাজনৈতিক মহলে বাংলাদেশ লেবার পার্টির জোটে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হয়েছে।
নির্বাচনের আগে এই সম্ভাব্য সংযোজন জোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।