শোকের কারণে পরিবর্তন হলো বিপিএলের স্থগিত ম্যাচের সময়সূচি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শোকের কারণে পরিবর্তন হলো বিপিএলের স্থগিত ম্যাচের সময়সূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 31, 2025 ইং
শোকের কারণে পরিবর্তন হলো বিপিএলের স্থগিত ম্যাচের সময়সূচি ছবির ক্যাপশন: সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ চলাকালে দর্শকদের ভিড়
ad728

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর স্থগিত হওয়া দুটি ম্যাচের সময়সূচি আবারও পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে মঙ্গলবারের নির্ধারিত দুই ম্যাচ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ওই ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠকে বসে বিসিবি।

প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, স্থগিত হওয়া ম্যাচ দুটি বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। তবে পরে সেই সিদ্ধান্ত থেকেও সরে আসে বোর্ড। নতুন করে সূচি পরিবর্তন করে বিসিবি জানায়, ৩১ ডিসেম্বর বিপিএলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না।

বিসিবির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামী ৪ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে। বুধবার রাষ্ট্রীয় শোকের প্রথম দিন হওয়ায় ওই দিন কোনো খেলা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১ ও ২ জানুয়ারির পূর্বনির্ধারিত বিপিএল ম্যাচগুলো আগের সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বিসিবি। অর্থাৎ ওই দুই দিনের খেলায় কোনো পরিবর্তন আনা হয়নি।

এদিকে, হঠাৎ করে ম্যাচ স্থগিতের ঘোষণায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেক দর্শক তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানালে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী দর্শকদের ছত্রভঙ্গ করে দেয়।

তবে টিকিট কেটে মাঠে আসা দর্শকদের জন্য একটি স্বস্তির খবর দিয়েছে বিসিবি। বোর্ড জানিয়েছে, মঙ্গলবারের ম্যাচের জন্য যারা টিকিট সংগ্রহ করেছিলেন, তারা একই টিকিট ব্যবহার করে ৪ জানুয়ারি অনুষ্ঠিত ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। নতুন করে টিকিট কাটার প্রয়োজন হবে না।

এর আগে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর প্রতি সম্মান জানিয়ে সেদিনের নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ দুটি বাতিল করা হয়।

বিপিএলের সূচিতে একাধিক পরিবর্তনের ফলে দল, দর্শক এবং আয়োজকদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও বিসিবি জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় নিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়া-২ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্

বগুড়া-২ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্