স্বাভাবিক এসেছে খালেদা জিয়ার সিটি স্ক্যান, জানাল মেডিকেল বোর্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্বাভাবিক এসেছে খালেদা জিয়ার সিটি স্ক্যান, জানাল মেডিকেল বোর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 7, 2025 ইং
স্বাভাবিক এসেছে খালেদা জিয়ার সিটি স্ক্যান, জানাল মেডিকেল বোর্ড ছবির ক্যাপশন: স্বাভাবিক এসেছে খালেদা জিয়ার সিটি স্ক্যান, জানাল মেডিকেল বোর্ড
ad728

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল বোর্ড। আজ সোমবার (৭ ডিসেম্বর) চিকিৎসক দল তাঁর সাম্প্রতিক শারীরিক পর্যবেক্ষণ শেষে এ তথ্য নিশ্চিত করে।

মেডিকেল বোর্ড জানায়, পূর্ববর্তী শারীরিক জটিলতার কারণে কিছু নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলছিল। এর অংশ হিসেবে করা সিটি স্ক্যানের ফলাফল স্বস্তিদায়ক এসেছে। রিপোর্টে কোনো নতুন জটিলতা পাওয়া যায়নি। চিকিৎসকরা জানান, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল, তবে নিয়মিত পর্যবেক্ষণ ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন রয়েছে।

চিকিৎসক দলের একজন সদস্য বলেন,
“রোগীর সিটি স্ক্যান রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক এসেছে। আমরা তাঁর সামগ্রিক শারীরিক পরিস্থিতি নজরে রাখছি। আপাতত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো নতুন বিষয় নেই।”

এদিকে, বিএনপির নেতাকর্মীদের অনেকে চিকিৎসা আপডেট জানতে হাসপাতালে উপস্থিত হন। তারা দ্রুত সুস্থতার জন্য দোয়া করতে থাকেন।

চিকিৎসকরা আরও জানান, পরবর্তী কয়েকদিন একইভাবে পর্যবেক্ষণে রাখা হবে এবং প্রয়োজনে আরও কিছু পরীক্ষা করা হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
azhari-voice-clone-fake-ads-warning

azhari-voice-clone-fake-ads-warning