দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামানের নেতৃত্বে সেনা সদস্যদের সহায়তায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ঘটনাস্থলে পাহাড় কর্তনের সুস্পষ্ট আলামত পাওয়া গেলেও অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে অভিযানের সময় দুষ্কৃতকারীরা একটি এসকেভেটর (Excavator) ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় ওই এসকেভেটরটি অকেজো করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এটি ব্যবহার করে পুনরায় পাহাড় কিংবা কৃষিজমির মাটি কর্তন করা না যায়।
উপজেলা প্রশাসন জানায়, পাহাড় কাটা ও কৃষিজমির মাটি কর্তনের মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড রোধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশ ও জনজীবনের ক্ষতি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে বাজালিয়া এলাকায় গোপনে পাহাড় কাটা ও মাটি বিক্রির অভিযোগ রয়েছে। প্রশাসনের এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ পাহাড় কাটার মতো কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে।
কসমিক ডেস্ক