র‍্যাবের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার। The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

র‍্যাবের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার।

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
র‍্যাবের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার। ছবির ক্যাপশন: কেরানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে উদ্ধার করা বিদেশি পিস্তল ও গুলি।
ad728
বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী অস্ত্র উদ্ধার  অভিযান পরিচালনা করে আসছে। অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ইং-১১/০১/২০২৬ তারিখ দুপুর ০১.১০ ঘটিকায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকা ক্যাম্প ইং ১১/০১/২০২৬ তারিখ দুপুর ০১.১০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালীগঞ্জ খেজুরবাগ কবরস্থান (খালপাড়) সংলগ্ন পাকা রাস্তার উপর যৌথ অভিযান পরিচালনা করে ০১ টি অবৈধ বিদেশি পিস্তল (ম্যাগাজিন সংযুক্ত) এবং ০২ রাউন্ড গুলি  উদ্ধারসহ অবৈধ অস্ত্রধারী ১। মোঃ তুহিন মিয়া (৩২), পিতা-মো: বাছের মোল্লা, সাং-হাউজিং নতুন কলোনী, থানা- খালিশপুর, জেলা- খুলনা'কে গ্রেফতার করতে সক্ষম হয়।


প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি  ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম   পরিচালনা করে আসছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : রংপুর প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনে প্রার্থী বা এজেন্টের টাকা-খাবার নিতে পারবে না পুলি

নির্বাচনে প্রার্থী বা এজেন্টের টাকা-খাবার নিতে পারবে না পুলি