পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ দুর্ঘটনায় বর ও কণেসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসনের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি ও সিনহুয়া।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রোববার (১১ জানুয়ারি) গভীর রাতে ইসলামাবাদের একটি আবাসিক ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আতঙ্কে কেঁপে ওঠে এবং আশপাশে চিৎকার ও হাহাকার ছড়িয়ে পড়ে।
ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন জানান, বিস্ফোরণের সময় ভবনের ভেতরে বহু অতিথি উপস্থিত ছিলেন। ঘটনায় ভবনটির পাশাপাশি আশপাশের অন্তত চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অন্তত ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
রেসকিউ কর্মকর্তারা জানান, বিস্ফোরণে আহত সাতজনকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এলাকাটি নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।
ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
এই দুর্ঘটনায় বিয়ের আনন্দ মুহূর্তেই শোকে রূপ নেয়, যা পুরো এলাকায় গভীর বিষাদের ছায়া ফেলেছে।