বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেমী জাতীয়তাবাদী শক্তির আদর্শ ও আপসহীন নেতৃত্বের প্রতীক—এমন মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনে অবস্থিত পিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় আপসহীন মানবতার এক অনন্য দৃষ্টান্ত। ব্যক্তিগত জীবনে স্বামী, সন্তান ও পরিবার হারানোর মতো চরম ত্যাগ স্বীকার করেও তিনি জনগণকে আগলে রেখেছেন। শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে স্বৈরশাসনের বিরুদ্ধে তিনি আজীবন নেতৃত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, “জনগণের স্বার্থবিরোধী শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে গেছেন খালেদা জিয়া। তার নেতৃত্ব, সাহস ও আত্মত্যাগের ইতিহাস জাতীয় রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার চলে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনোই পূরণ হওয়ার নয়।”
পিএনপির চেয়ারম্যান বলেন, প্রগতিশীল জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী রাজনৈতিক সংগঠন। তাই সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার যে অসমাপ্ত স্বপ্ন খালেদা জিয়া রেখে গেছেন, তা বাস্তবায়নে পিএনপির নেতাকর্মীদের আরও সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত হতে হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে। এ জন্য জাতীয়তাবাদী শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
পিএনপির মহাসচিব লায়ন আহমেদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত শোকসভায় আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটভুক্ত বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম এ বাশার, মহাসচিব চাষী এনামুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, পিএনপির উপদেষ্টা মোহাম্মদ রাশেদ, যুগ্ম মহাসচিব টি এম কামরুল হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান খোকন, সহসাংগঠনিক সম্পাদক মো. হেলাল শেখ, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিম আক্তারসহ কেন্দ্রীয় নেতারা।
অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
কসমিক ডেস্ক