প্রশ্নফাঁসের অভিযোগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রশ্নফাঁসের অভিযোগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
প্রশ্নফাঁসের অভিযোগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি ছবির ক্যাপশন:
ad728

প্রশ্নফাঁস, প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন পরীক্ষার্থীরা। রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ চলাকালে পরীক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিয়োগ পরীক্ষায় অনিয়ম, প্রশ্নফাঁস ও স্বচ্ছতার অভাবের অভিযোগ তোলেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আন্দোলনের পরিসর আরও বিস্তৃত করা হবে।

আন্দোলনকারীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে প্রধান দাবি হলো—সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ বাতিল করে দ্রুত নতুন করে পরীক্ষা আয়োজন করা। পাশাপাশি সব সরকারি চাকরির পরীক্ষা ঢাকায় কেন্দ্রীয়ভাবে নেওয়া, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার স্থাপনের দাবি জানানো হয়।

এ ছাড়া নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে একটি স্বতন্ত্র কমিটি গঠন করে তাদের তত্ত্বাবধানে সব ধরনের পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা। একই দিনে ও একই সময়ে একাধিক সরকারি পরীক্ষা আয়োজন না করার আহ্বানও জানান তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতীতে প্রশ্নফাঁসের অভিযোগ রয়েছে, তাদের কোনোভাবেই প্রশ্ন প্রণয়নের দায়িত্ব দেওয়া উচিত নয়। পাশাপাশি প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সব ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। এমনকি প্রশ্ন প্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রধানকে ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বানও জানানো হয়।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৬১টি জেলায় একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ছাড়া বাকি জেলাগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী।

পরীক্ষার কয়েক দিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার দুই দিন আগে অনলাইনে যে প্রশ্ন ছড়িয়ে পড়েছিল, সেখান থেকে হুবহু কয়েকটি প্রশ্ন পরীক্ষায় এসেছে। এতে প্রশ্নফাঁসের অভিযোগ আরও জোরালো হয়েছে বলে দাবি করেন তারা।

এ বিষয়ে এখনো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌবাহিনীর উদ্যোগে বিশেষ শিশুদের জন্য ‘আশার আলো ঢাকা’র নির্মা

নৌবাহিনীর উদ্যোগে বিশেষ শিশুদের জন্য ‘আশার আলো ঢাকা’র নির্মা