অধ্যাদেশ দাবিতে ঢাকা কলেজে গড়ে উঠছে ‘অধ্যাদেশ মঞ্চ’ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অধ্যাদেশ দাবিতে ঢাকা কলেজে গড়ে উঠছে ‘অধ্যাদেশ মঞ্চ’

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
অধ্যাদেশ দাবিতে ঢাকা কলেজে গড়ে উঠছে ‘অধ্যাদেশ মঞ্চ’ ছবির ক্যাপশন:
ad728

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির এক দফা দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীতে ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি শুরু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু করেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজ ছাড়াও সরকারি বাংলা কলেজ, তিতুমীর কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ মিলিয়ে মোট চারটি স্থানে এই ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, আগের আন্দোলনগুলোতে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় এবার ভিন্ন কৌশল নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘অধ্যাদেশ মঞ্চ’ করার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের ভোগান্তি না বাড়িয়ে শান্তিপূর্ণভাবে দাবি আদায় করা। এই মঞ্চ থেকেই প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, এর রোডম্যাপ এবং আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটির মুখপাত্র মো. আব্দুর রহমান বলেন, অধ্যাদেশের খসড়াটি নীতিগত অনুমোদনের জন্য পাঠানোর পর ভেটিং প্রক্রিয়া চলছে। তার ভাষ্য অনুযায়ী, ভেটিং শেষ হলে বুধবারের মধ্যে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটি উপস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হবে এবং বৃহস্পতিবার অনুমোদনের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যদি বুধবারের মধ্যে অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদের এজেন্ডায় অন্তর্ভুক্ত না হয়, তাহলে চারটি ‘অধ্যাদেশ মঞ্চ’ থেকে দল-মত নির্বিশেষে সম্মিলিত আন্দোলন গড়ে তোলা হবে।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে সাত কলেজের চারটি ভিন্ন ক্যাম্পাসে ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরির ঘোষণা দেওয়া হয়।

এ প্রসঙ্গে জানা গেছে, ১৮ জানুয়ারি বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সাত কলেজের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতা ও শিক্ষার্থীদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয়, অধ্যাদেশের খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের আসন্ন সভায় উপস্থাপনের সর্বাত্মক চেষ্টা করা হবে। ইতোমধ্যে খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে এবং সেখান থেকে আইন মন্ত্রণালয়ে লেজিসলেটিভ ভেটিংয়ের জন্য যাবে। সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো আগামী বুধবারের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় বিদ্যুৎ খাতে রূপপুর প্রকল্প যুগান্তকারী—ড. সালেহউদ্দিন

জাতীয় বিদ্যুৎ খাতে রূপপুর প্রকল্প যুগান্তকারী—ড. সালেহউদ্দিন