বিপিএলের ঢাকা পর্বে ভারতীয় উপস্থাপক আনছে না বিসিবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিপিএলের ঢাকা পর্বে ভারতীয় উপস্থাপক আনছে না বিসিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 7, 2026 ইং
বিপিএলের ঢাকা পর্বে ভারতীয় উপস্থাপক আনছে না বিসিবি ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের ঢাকা পর্বে উপস্থাপনায় পরিবর্তন এসেছে। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠকের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে আর বাংলাদেশে আনা হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ের ভারত–বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।

এবারের বিপিএলে উপস্থাপনায় আন্তর্জাতিক মাত্রা যোগ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুটি দেশের দুই নারী উপস্থাপককে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপক জয়নাব আব্বাস এবং ভারতের রিধিমা পাঠক ছিলেন সেই পরিকল্পনার অংশ। টুর্নামেন্টের সিলেট পর্বে শুরু থেকেই জয়নাব আব্বাসকে দেখা গেছে। তাঁর প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনা দর্শক ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছিল।

তবে সিলেট পর্বের কয়েকটি ম্যাচ বাকি থাকতেই ব্যক্তিগত কারণে জয়নাব আব্বাস পাকিস্তানে ফিরে যান। এরপর ধারণা করা হচ্ছিল, ঢাকা পর্বে রিধিমা পাঠক দায়িত্ব নেবেন এবং উপস্থাপনায় নতুন মাত্রা যোগ করবেন। কিন্তু বাস্তবে সেটি আর হচ্ছে না।

এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রভাব স্পষ্ট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেট অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় দলটি মুস্তাফিজকে ছাড়ায়, যা বাংলাদেশে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দেয়।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানায়, নিরাপত্তা বিবেচনায় তারা ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অনিচ্ছুক এবং ভেন্যু নিরপেক্ষ স্থানে আয়োজনের অনুরোধ জানায়। যদিও আইসিসির আগাম নির্ধারিত সূচির কারণে বিষয়টি দ্রুত সমাধান সম্ভব হয়নি, বরং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এই সামগ্রিক প্রেক্ষাপটেই বিপিএলের ঢাকা পর্বে ভারতীয় উপস্থাপককে না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে এবারের বিপিএলে যে আন্তর্জাতিক বৈচিত্র্যপূর্ণ উপস্থাপনার পরিকল্পনা ছিল, তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হলো না।

তবে বিসিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো দেওয়া হয়নি। দর্শকরা এখন অপেক্ষায়—ঢাকা পর্বে উপস্থাপনার দায়িত্ব কারা নেন এবং এই পরিবর্তন বিপিএলের সামগ্রিক আয়োজনকে কীভাবে প্রভাবিত করে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনের দ্বারপ্রান্তে চমক: তফসিলের আগেই মার্কিন নাগরিকত্ব

নির্বাচনের দ্বারপ্রান্তে চমক: তফসিলের আগেই মার্কিন নাগরিকত্ব