শিক্ষক লাঞ্ছনার অভিযোগ, উপাচার্যের সঙ্গে বৈঠকে শিক্ষক সংগঠনগুলো The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিক্ষক লাঞ্ছনার অভিযোগ, উপাচার্যের সঙ্গে বৈঠকে শিক্ষক সংগঠনগুলো

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 23, 2025 ইং
শিক্ষক লাঞ্ছনার অভিযোগ, উপাচার্যের সঙ্গে বৈঠকে শিক্ষক সংগঠনগুলো ছবির ক্যাপশন:
ad728

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থি ছয় ডিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। একই দিনে বিএনপিপন্থি শিক্ষক সংগঠনের নেতারা উপাচার্যের সঙ্গে বৈঠক করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নতুন করে শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার আহ্বান তোলা হয়।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও জিয়া পরিষদের নেতারা অংশ নেন। বৈঠকে শিক্ষক নেতারা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী ও কিছু শিক্ষার্থী শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করছে এবং প্রশাসনিক কার্যক্রমে বাধা দিচ্ছে।

বৈঠক শেষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করা এবং কার্যালয়ে তালা দেওয়া কোনো শিক্ষার্থীর দায়িত্ব হতে পারে না। তিনি উপাচার্যের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

পদত্যাগ করা ছয় ডিন হলেন—আইন অনুষদের ডিন আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের ডিন ড. নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস এম একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদের ডিন বিমল কুমার প্রামাণিক এবং ভূ-বিজ্ঞান অনুষদের ডিন এ এইচ এম সেলিম রেজা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ডিনদের পদত্যাগের পর আপাতত অনুষদগুলোর রুটিন দায়িত্ব পালন করবেন উপাচার্য ও দুই উপ-উপাচার্য। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ জানান, উপাচার্য বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের, উপ-উপাচার্য (প্রশাসন) ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের এবং উপ-উপাচার্য (শিক্ষা) ভূ-বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান অনুষদের দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত ডিন নির্বাচনে আওয়ামীপন্থি হলুদ প্যানেল থেকে ওই ছয় শিক্ষক নির্বাচিত হন। তাদের মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন না হওয়া পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত দেন উপাচার্য। এর মধ্যে ডিনদের পদত্যাগের দাবিতে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার আলটিমেটাম দেন এবং পরবর্তীতে একদল শিক্ষার্থী প্রশাসনিক কার্যালয়গুলোতে তালা দেয়।

এদিকে, রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের আচরণকে অছাত্রসুলভ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটি এক বিবৃতিতে শিক্ষক ও কর্মকর্তাদের লাঞ্ছনার নিন্দা জানিয়ে আইনগত পথে অভিযোগ উত্থাপনের আহ্বান জানিয়েছে। ছাত্রদলের নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ে তালা ঝোলানোর সংস্কৃতি সুষ্ঠু শিক্ষাবান্ধব পরিবেশের পরিপন্থি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টার বাসভবনে তারেক রহমান ও তার পরিবার

প্রধান উপদেষ্টার বাসভবনে তারেক রহমান ও তার পরিবার