নিখোঁজের ১৯ দিন পর নদীতে ভেসে উঠল বিএনপি কর্মীর লাশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নিখোঁজের ১৯ দিন পর নদীতে ভেসে উঠল বিএনপি কর্মীর লাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
নিখোঁজের ১৯ দিন পর নদীতে ভেসে উঠল বিএনপি কর্মীর লাশ ছবির ক্যাপশন:
ad728

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাগডাঙ্গা চকপাড়া গ্রামের বিএনপি কর্মী গোলাকাজুল ওরফে কাজলের (৩৬) অর্ধগলিত মরদেহ ১৯ দিন নিখোঁজ থাকার পর পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ী থানার বিপরীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাতুলি ইউনিয়নের মধ্যচর এলাকায় পদ্মা নদীতে হাঁটুপানির মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে গোদাগাড়ী নৌ-পুলিশ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত কাজলের বাবা আলতাফ হোসেন ফিরোজ। তিনি চরবাগডাঙ্গা ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার ও স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।

পরিবারের অভিযোগ, গত ২ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় আওয়ামী লীগ কর্মী হাসেম মীমাংসার কথা বলে কাজলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ওই ঘটনার পর থেকেই কাজল নিখোঁজ ছিলেন।

নিহতের স্ত্রী লিমা বেগম গত ৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি গুমের মামলা দায়ের করেন। মামলায় চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী, জেলা তাঁতী লীগের সভাপতি নুরুল ইসলামসহ আটজনকে আসামি করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কাজল পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, নিহতের মুখের সামনের ও ওপরের পাটির বেশ কয়েকটি দাঁত ভাঙা অবস্থায় পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।

নিহতের ভাই শওকত আলী অভিযোগ করে বলেন, গত ১ জানুয়ারি স্থানীয় বাজারে আলম ও নাজমুল কানার সঙ্গে ব্যবসায়িক বিষয়ে কাজলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ২ জানুয়ারি রাতে মীমাংসার কথা বলে আলম গ্রুপের হাসেম তার ভাইকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে তারা জানতে পারেন, কাজলকে ওই রাতেই পদ্মার পাড়ে নিয়ে হত্যা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, বিকেল ৪টার দিকে মরদেহটি গ্রহণ করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহতের স্ত্রী আগে থেকেই গুমের মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজনীতির নীরব শক্তি: নেতার ছায়াসঙ্গী হিসেবে ‘ফাতেমা–টাইপ’ চর

রাজনীতির নীরব শক্তি: নেতার ছায়াসঙ্গী হিসেবে ‘ফাতেমা–টাইপ’ চর