কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা মুল্যের চোরাচালান পণ্য জব্দ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা মুল্যের চোরাচালান পণ্য জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2026 ইং
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা মুল্যের চোরাচালান পণ্য জব্দ ছবির ক্যাপশন: কুড়িগ্রাম সীমান্তে অভিযানে জব্দকৃত চোরাচালান পণ্য প্রদর্শন করছে বিজিবি সদস্যরা।
ad728
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বিপুল পরিমাণ গাঁজা, গবাদিপশু, জিরা, ধইঞ্চার বীজ ও কসমেটিক্স সহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম (২২ বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের মুল্য ৩০ লক্ষ ২৯ হাজার ৮৯৫ টাকা। 
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা ও পেশাদারিত্বে সীমান্ত দিয়ে ভারত হতে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ মাদকদ্রব্য, গবাদিপশু সহ এসব চোরাচালানি পণ্য আটক করা সম্ভব হয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান,
সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও চোরাচালানী পণ্য পাচার রোধে সকল বিওপিকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। এবং এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ  
করে যাচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এখনই ব্যাংক ঋণের সুদহার কমানোর সুযোগ নেই: অর্থ উপদেষ্টা

এখনই ব্যাংক ঋণের সুদহার কমানোর সুযোগ নেই: অর্থ উপদেষ্টা