ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকাগামী মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাতচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার নজরুল ইসলামের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপুর নেতৃত্বে ভাঙ্গা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দুই দফায় অভিযান চালায়।
প্রথম দফায় গত ২২ জানুয়ারি রাত আনুমানিক ২টার দিকে ভাঙ্গা উপজেলার ঢাকাগামী মহাসড়কের ঢাল এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ২৩ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কামাল উকিল (৪০) ও শাহ আলম শেখ (৩৫), নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার মো. ইনছান মিয়া (২৫), নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মো. রাজু মন্ডল (২৮), নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মো. নূর আলম (২৩) এবং ঢাকা জেলার স্ট্যান্ড বাজার এলাকার মো. উজ্জ্বল। তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত ও দস্যু চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়ে নিয়মিত ডাকাতি কার্যক্রম পরিচালনা করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও জানানো হয়।
এ বিষয়ে শনিবার (২৪ জানুয়ারি) ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, আন্তঃজেলা ডাকাত চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান নিয়মিতভাবে চলবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ঘটনায় নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে।