২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানালেও নিরাপত্তা ইস্যুতে অনড় অবস্থানেই রয়েছে বোর্ড।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আইসিসি ও বিসিবির মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এই অনুরোধ জানানো হয়। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিও কনফারেন্সে বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ও পরিচালক নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বৈঠকে অংশ নেন।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বোর্ড পুনরায় স্পষ্ট করেছে যে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তারা ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয়। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবি আবারও তুলে ধরা হয়।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। সেই সূচির আলোকে বিসিবিকে তাদের অবস্থান নতুন করে ভাবার অনুরোধ জানানো হয়। তবে বিসিবি জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

বিসিবির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, উভয় পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। একই সঙ্গে বিসিবি খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টাফদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানানো হয়।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা। তবে দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে ছাড়ার ঘটনার পর থেকেই নিরাপত্তা ইস্যু সামনে এনে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আসছে বিসিবি।

এর আগে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও একাধিকবার স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে প্রস্তুত নয়।

সব মিলিয়ে, আইসিসির অনুরোধ সত্ত্বেও বিসিবি এখনো অনড় অবস্থানে রয়েছে। আলোচনা অব্যাহত থাকলেও এই অচলাবস্থার শেষ পর্যন্ত কী সমাধান হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক