বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। গত ১৭ বছর ধরে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তার বাবা একসময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। সেই একই আসনে তাকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে হচ্ছে—এটি তার জীবনের একটি ব্যতিক্রমী ও সংবেদনশীল মুহূর্ত।
রুমিন ফারহানা আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় জনগণের যে আস্থা ও ভালোবাসা তিনি পেয়েছেন, সেই শক্তিতেই তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এলাকার মানুষের প্রত্যাশা ও সমর্থনকে সামনে রেখে তিনি ভোটের মাঠে লড়াই করতে চান বলে জানান।
স্থানীয় রাজনৈতিক মহলে এই মনোনয়ন দাখিল নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন পরিচিত ও অভিজ্ঞ রাজনীতিকের নির্বাচনে অংশগ্রহণ আসন্ন নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, একই দিন সকালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে মাওলানা জুনাইদ আল হাবিব মনোনয়নপত্র জমা দেন। ফলে এই আসনে বিএনপি ঘরানার একাধিক প্রার্থীর উপস্থিতি ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও আগ্রহপূর্ণ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সরাইল উপজেলা পরিষদ চত্বরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
কসমিক ডেস্ক