মধ্যপাড়া খনির জন্য দেশে এলো ১২৫ টন বিস্ফোরক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মধ্যপাড়া খনির জন্য দেশে এলো ১২৫ টন বিস্ফোরক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
মধ্যপাড়া খনির জন্য দেশে এলো ১২৫ টন বিস্ফোরক ছবির ক্যাপশন:
ad728

ভারত থেকে আটটি ট্রাক বোঝাই করে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য দেশে প্রবেশ করেছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরক বহনকারী এসব ট্রাক বেনাপোল স্থলবন্দরে পৌঁছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনিতে পাথর উত্তোলন ও খনন কার্যক্রম পরিচালনার জন্য এই বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এই চালানটি আমদানি করেছে। বিস্ফোরক সরবরাহ করেছে ভারতের প্রতিষ্ঠান ‘সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড’।

বিস্ফোরক আমদানির বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বেনাপোল স্থলবন্দর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, এই বিস্ফোরক চালান সরকারি নিয়ম ও যথাযথ অনুমোদনের আওতায় আমদানি করা হয়েছে। বন্দর এলাকায় সার্বক্ষণিক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকির কোনো আশঙ্কা নেই এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণও নেই।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন রেজা জানান, বিস্ফোরক বোঝাই ভারতীয় ট্রাকগুলো বর্তমানে বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে পুলিশি পাহারায় রাখা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট কাস্টমস হাউসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার পর শুল্ক ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সব আনুষ্ঠানিকতা শেষ হলে কঠোর নিরাপত্তার মধ্যে এই বিস্ফোরক চালানটি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পে পাঠানো হবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মধ্যপাড়া খনিতে নিয়মিত উৎপাদন কার্যক্রম চালু রাখতে বিস্ফোরক আমদানি একটি স্বাভাবিক ও প্রয়োজনীয় প্রক্রিয়া, যা দীর্ঘদিন ধরেই সরকারি বিধিমালা অনুসরণ করে পরিচালিত হয়ে আসছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
উৎপাদনে বিশ্বে তৃতীয়, তবু পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা কেন অধরাই

উৎপাদনে বিশ্বে তৃতীয়, তবু পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা কেন অধরাই