তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে: টুকু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে: টুকু

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2026 ইং
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে: টুকু ছবির ক্যাপশন:
ad728

আগামীর বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনের নির্বাচনের প্রস্তুতিতে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ঐক্য ছাড়া গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব নয়।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে শহরের শহীদ মিনারে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার অনুপস্থিতিতে দেশ একজন অভিভাবক হারিয়েছে বলেও মন্তব্য করেন টুকু।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল মানুষের উপস্থিতি তার জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসার প্রমাণ। তার মতে, বিশ্বের ইতিহাসে খুব কম নেতার জানাজায় এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে টুকু বলেন, এই মুহূর্তে বাংলাদেশের মানুষ বিএনপির বিকল্প কিছু ভাবছে না। তার দাবি অনুযায়ী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ এবং দেশের মানুষ বিশ্বাস করে তার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে এবং বাকস্বাধীনতা নিশ্চিত হবে।

নিজ এলাকার উন্নয়ন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তিনি নির্বাচিত হলে টাঙ্গাইলকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবেন। পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত টাঙ্গাইল গড়ার অঙ্গীকার করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারত সফর ইস্যুতে অনড় বিসিবি ও আইসিসি, কাটেনি বিশ্বকাপ জটিলতা

ভারত সফর ইস্যুতে অনড় বিসিবি ও আইসিসি, কাটেনি বিশ্বকাপ জটিলতা