কুমিল্লা-১০ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত বলেছেন, আগামী দিনে নাঙ্গলকোটে চাঁদাবাজদের কবর রচনা হবে। একই সঙ্গে প্রতিহিংসার রাজনীতি, গ্রুপিং, হানাহানি ও মারামারির রাজনীতির অবসান ঘটানো হবে বলেও তিনি ঘোষণা দেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নির্বাচনী মিছিল শেষে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি অনার্স কলেজ গেটে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জনসভায় বক্তব্যে ইয়াছিন আরাফাত বলেন, নাঙ্গলকোট ও লালমাইকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন। পাশাপাশি নাঙ্গলকোট-লালমাই এলাকায় ফায়ার সার্ভিস স্থাপন, রেল যোগাযোগের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং গ্যাস লাইন স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে ইয়াছিন আরাফাত বলেন, এমপি নির্বাচিত হলে তিনি জনগণের অর্থ লুটপাট করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করবেন না। বরং একজন সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রীয়ভাবে যে ভাতা বরাদ্দ থাকে, সেটিও জনগণের কল্যাণে ব্যয় করবেন বলে অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে ব্যালট বিপ্লব ঘটিয়ে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। নির্বাচিত হলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অন্য কোনো দলের নেতাকর্মী প্রতিহিংসার শিকার হবেন না বলেও আশ্বস্ত করেন তিনি।
নাঙ্গলকোটে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে চলমান আন্দোলনের কথা উল্লেখ করে ইয়াছিন আরাফাত বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করে জনগণ সেই লড়াইয়ে বিজয়ী হবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, আসন্ন নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার ও আদর্শ রাষ্ট্র গঠনের পথে অগ্রসর হওয়ার একটি গণরায়। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবসায়ী ড. দেলোয়ার হোসেন, সিআইপি মাওলানা গোলাম কবির ভূঁইয়া, এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সোলাইমান মীর, পৌরসভা জামায়াতের আমির হারুনুর রশিদ এবং খেলাফত মজলিসের সেক্রেটারি হাফেজ নুর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কসমিক ডেস্ক