ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত: মাওলানা আনোয়ারুল করিম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত: মাওলানা আনোয়ারুল করিম

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত: মাওলানা আনোয়ারুল করিম ছবির ক্যাপশন:
ad728

জামায়াত ইসলামি ঐক্যের নামে সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আনোয়ারুল করিম যশোরী। তিনি বলেন, ইসলামি আকিদা ও মূল আদর্শ থেকে বিচ্যুত দল কখনো প্রকৃত ইসলামি দল হতে পারে না।

সোমবার (১২ জানুয়ারি) মাগুরা জেলা অডিটরিয়ামে আয়োজিত কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা ও সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আনোয়ারুল করিম বলেন, “জামায়াত-শিবির এক সময় ইসলামি ঐক্যের কথা বলে সাধারণ ইসলামপন্থিদের সঙ্গে এক বাক্সের আলোচনা করেছে। কিন্তু পরে দেখা গেছে, তারাই ভিন্ন মতাদর্শের শক্তির সঙ্গে জোট করেছে। এই দ্বিচারিতা ও ক্ষমতার লোভ জনগণের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে।”

তিনি আরও বলেন, ইসলামি আদর্শ থেকে সরে গিয়ে শুধু রাজনৈতিক সুবিধার জন্য অবস্থান পরিবর্তন করা দলকে জনগণ কখনো বিশ্বাস করবে না। সাধারণ মানুষ এখন এসব কৌশল বুঝতে শিখেছে এবং ক্ষমতালোভী রাজনীতিকে প্রত্যাখ্যান করছে।

ইত্তেহাদুল উলামা মাগুরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সিরাত সম্মেলনে সভাপতিত্ব করেন মাগুরা ধলহরা মাদ্রাসার মুতামিম মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজাল্লা।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এছাড়া আলোচনায় অংশ নেন মাওলানা মুশতাক আহমদ (খুলনা), মুফতি আরিফ বিল্লাহ কাসেমি (ঝিনাইদহ), মাওলানা শাহ সাইফুল্লাহ ও হাফেজ মাওলানা হাসিবুল্লাহ।

বক্তারা কওমি মাদ্রাসার ঐতিহাসিক ভূমিকা, দ্বীনি শিক্ষা বিস্তারে আলেমদের অবদান এবং সমসাময়িক রাজনৈতিক বাস্তবতায় ইসলামি নেতৃত্বের করণীয় নিয়ে আলোচনা করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণভোট সফল হলে ফ্যাসিবাদ নির্মূল হবে : ধর্ম উপদেষ্টা খালিদ হো

গণভোট সফল হলে ফ্যাসিবাদ নির্মূল হবে : ধর্ম উপদেষ্টা খালিদ হো