আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটিং ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হলে আবারও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ডাক আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। তিনি বলেন, যে ভোটাধিকারের জন্য যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হান ২০১৪ সালের ৫ জানুয়ারি নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই ভোটের মাঠেই আবারও রক্তপাতের আশঙ্কা দেখা দিচ্ছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে যুব জাগপা আয়োজিত ‘২০১৪ সালের ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ এবং শহীদ মাসুদ রায়হানের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইকবাল হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ দিয়ে জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি শুরু করেছে। তিনি অভিযোগ করেন, সরকারের কিছু উপদেষ্টা ও প্রশাসনের একাংশের একপক্ষীয় আচরণের কারণে নির্বাচনের মাঠে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে।
সরকারকে উদ্দেশ করে জাগপার সাধারণ সম্পাদক বলেন, বর্তমান বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির কারণে একটি রাজনৈতিক দলের নেতারা তিন স্তরের নিরাপত্তা নিয়ে মাঠে মহড়া দিচ্ছেন, অথচ অন্য প্রার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অবিলম্বে সব প্রার্থীর জন্য সমান সুযোগ ও ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরও বলেন, নির্বাচনের মাঠে সমতা ও নিরপেক্ষতা না থাকলে রাজনৈতিক অস্থিরতা অনিবার্য হয়ে উঠবে। জনগণের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে রাজপথে নামার কথাও উল্লেখ করেন তিনি।
বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ইকবাল হোসেন বলেন, কথিত আওয়ামী লীগপন্থী কিছু ব্যবসায়ীর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক হয়েছে। যারা গত পনেরো বছর ধরে সিন্ডিকেট গড়ে তুলে এলপি গ্যাস, তেল, চাল, ডালসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করেছে, তারাই এখন রাজনৈতিক অবস্থান বদলাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, যারা আওয়ামী লীগ নেতাদের সহায়তায় দেশের অর্থ বিদেশে পাচার করেছে, তারাই এখন নিজেদের বিএনপিপন্থি ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। তিনি এসব ঘটনাকে রাজনীতির জন্য অশনিসংকেত হিসেবে উল্লেখ করেন।
আলোচনা সভায় যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, জাগপা নেতা ডা. মিজানুর রহমান, যুব জাগপার সহ-দপ্তর সম্পাদক আল আমিন, ক্রীড়া সম্পাদক জনি নন্দী এবং জাগপা ছাত্রলীগের প্রোগ্রাম সম্পাদক এনামুল হক এনামসহ অন্যান্য নেতারা।
বক্তারা শহীদ মাসুদ রায়হানের আত্মত্যাগ স্মরণ করে বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে আবারও রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।
কসমিক ডেস্ক