হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে করে সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হওয়ার পর তিনি খোলা স্থানে কিছু সময় দাঁড়িয়ে মাটি স্পর্শ করেন এবং জুতা খুলে খালি পায়ে মুহূর্ত কাটান।
এরপর তিনি একটি বাসে ওঠেন। বাসটি ঢাকার ৩০০ ফিট এলাকায় নির্ধারিত সংবর্ধনাস্থলের মঞ্চের দিকে যাত্রা শুরু করে। পুরো সময়জুড়ে বাসটির চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।
বাসের সামনের অংশে দাঁড়িয়ে তারেক রহমান কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা পরিবারসহ তাকে স্বাগত জানান।
ফ্লাইট থেকে অবতরণের পর থেকেই দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল তারেক রহমানের দেশে ফেরা ও পরবর্তী কার্যক্রম সরাসরি সম্প্রচার করে। এ সময় ফুলের মালা দিয়ে তাকে বরণ করেন জোবাইদা রহমানের মা।
কসমিক ডেস্ক