ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার সময় শেষ হতে আর ১০ দিন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার সময় শেষ হতে আর ১০ দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 20, 2025 ইং
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার সময় শেষ হতে আর ১০ দিন ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা চলবে।

সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হতে আর ১০ দিন বাকি, যা ২৯ ডিসেম্বর পর্যন্ত। ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (চিফ ইলেকশন কমিশনার) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রথমে দুই ভোটের তফসিল ঘোষণা করেন। তবে ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন সংশোধিত তফসিল জারি করেছে।

সংশোধিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের তিন সপ্তাহ পর প্রতীক বরাদ্দ করা হবে।

মনোনয়নপত্র জমার জন্য প্রার্থীদের ১৮ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ২০ দিন বরাদ্দ রয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে। সুতরাং ভোট প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত।

এভাবে সংশোধিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল এবং ভোটের প্রস্তুতি সম্পন্ন করার সুযোগ থাকবে, যাতে নির্বাচনে অংশগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও সময়মতো সম্পন্ন হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়: মিফতাহ্ সিদ্দিকী

প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়: মিফতাহ্ সিদ্দিকী