ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে নানান বয়স ও শ্রেণি-পেশার মানুষ জড়ো হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ সময় বিক্ষোভকারীরা শাহবাগ চত্বরকে ‘শহীদ হাদি চত্বর’ ঘোষণা করেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুরের দিকে শাহবাগ মোড় জনসমুদ্রে পরিণত হয়। জুমার ওয়াক্তে বিক্ষোভকারীরা শাহবাগ মোড়েই জামায়াতে নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন শায়খুল হাদিস জসিম উদ্দিন রহমানী। নামাজ শেষে শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে স্লোগানে স্লোগানে শাহবাগ চত্বর মুখরিত করে রাখেন বিক্ষোভকারীরা। বিভিন্ন সময় তারা প্রতিবাদী কণ্ঠে নানা স্লোগান দেন, যা পুরো এলাকায় প্রতিধ্বনিত হতে থাকে। বিক্ষোভের কারণে শাহবাগ মোড় থেকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাত থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি ঘিরে এলাকায় অতিরিক্ত সতর্কতা লক্ষ্য করা গেছে।
কসমিক ডেস্ক