দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে কর্মরত বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে ব্রিফিং সভা করছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি) সকালে ঢাকার একটি হোটেলে শুরু হওয়া এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত এ ব্রিফিং অনুষ্ঠান গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। তবে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে সিনিয়র সচিব সাংবাদিকদের ব্রিফ করবেন।

তিনি বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেসব প্রস্তুতি ও পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোই কূটনীতিকদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এই ব্রিফিংয়ে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

এর আগে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, এবারের নির্বাচন পর্যবেক্ষণের জন্য মোট ৮৩টি বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ৩৬টি সংস্থা অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করেছে। পাশাপাশি প্রায় ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দলের সদস্য সংখ্যা প্রায় ৫৮ জন হতে পারে। সব মিলিয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সংখ্যা প্রায় ৩০০ জনের কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের থাকার ব্যবস্থা ঢাকার একটি আন্তর্জাতিক মানের হোটেলে করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণকে সামনে রেখে বিদেশি গণমাধ্যম, সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য ১৭ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করার সুযোগ রাখা হয়েছিল।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি নাগরিকদের আগমন ও ভিসা সংক্রান্ত একটি পত্র জারি করেছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে বিদেশি পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা হবে। তবে বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আসার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।

নির্বাচন ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ ও পর্যবেক্ষণকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিতের বার্তা দিতেই এই ব্রিফিং আয়োজন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সঞ্চয়পত্র সিদ্ধান্ত বদলে শেয়ারবাজারে দরপতন

সঞ্চয়পত্র সিদ্ধান্ত বদলে শেয়ারবাজারে দরপতন