মামলা না থাকলেও আ.লীগ সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মামলা না থাকলেও আ.লীগ সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
মামলা না থাকলেও আ.লীগ সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবির ক্যাপশন: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
ad728

আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না থাকলেও তাদের আইনের আওতায় আনতে পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এ নির্দেশ বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনে একটি অনুষ্ঠান শেষে ছাত্র ও সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে তিনি এ কথা বলেন। এর আগে বিকেএমইএর পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে ছয়টি যান উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও।

অনুষ্ঠান শেষে ফেরার পথে ছাত্রনেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার পথরোধ করে জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, আওয়ামী লীগ ও ওসমান পরিবারের সদস্যদের গ্রেফতার, সীমান্ত নিরাপত্তা জোরদার, ওসমান হাদির ওপর হামলার মূল অভিযুক্তকে গ্রেফতার, থানা ও আদালতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখাসহ একাধিক দাবি জানান।

দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতোমধ্যে কিছু দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় ছাত্রনেতারা অভিযোগ করেন, পুলিশ ‘মামলা নেই’ অজুহাতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করছে না। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলেই জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে ডেকে তিনি বলেন, সন্ত্রাসীদের ক্ষেত্রে মামলা আছে কি না তা বিবেচ্য নয়; তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মূল অভিযুক্তকে এখনো গ্রেফতার করা সম্ভব না হলেও ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং একজন সহযোগীকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। বাকি তদন্ত কার্যক্রমও পর্যায়ক্রমে সম্পন্ন হবে বলে জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে নির্বাচন করবেন বা করবেন না—এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও তিনি বলেন, প্রত্যেকের নিজস্ব উপলব্ধির ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।

সম্প্রতি অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে ‘আলু-পেঁয়াজ’ সংক্রান্ত বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি ব্যাখ্যা দেন, ওই অনুষ্ঠানটি কৃষি মন্ত্রণালয়ের হওয়ায় কৃষক ও সংশ্লিষ্ট সমস্যাগুলো নিয়েই আলোচনা করা হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক ও শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান চলমান রয়েছে এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাটোরে রাজনৈতিক বিরোধে কুপিয়ে জখম, আসামি ধরতে অভিযান

নাটোরে রাজনৈতিক বিরোধে কুপিয়ে জখম, আসামি ধরতে অভিযান