আগামী ২২ জানুয়ারি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির পক্ষে নির্বাচনি প্রচারে মাঠে নামবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিয়ে তারা ঘরে ফিরবেন।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে তিন দফা দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বিগত দেড় বছর ধরে সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ প্রবেশাধিকার পেয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করেছে। তার ভাষায়, জোটের সমীকরণ মিল না হওয়ায় ওই গোষ্ঠী এখন নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে এবং নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি বলেন, যদি কেউ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি প্রতিটি সংসদীয় আসনে প্রস্তুত থাকার আহ্বান জানান।
রাকিব আরও বলেন, যারা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে কিংবা গোপন রাজনীতি করতে চাইবে, তাদের প্রকৃত চেহারা জনগণের সামনে তুলে ধরতে ছাত্রদল কাজ করবে।
তিনি দাবি করেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে এবং বিজয় অর্জন করবে।
অবস্থান কর্মসূচিতে রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবিগুলো পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং প্রয়োজনে সারারাত ধরে সংশ্লিষ্ট দপ্তর অবরুদ্ধ করে রাখা হবে।