বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবেগময় কণ্ঠে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক ভোর ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা ভেবেছিলাম আগের মতো এবারও তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন; কিন্তু তা আর হলো না। তাঁর শূন্যতা এ জাতি কখনোই পূরণ করতে পারবে না।’
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন জনগণ ও জনকল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুতে দেশে একটি বড় রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ফোন করেছেন এবং সকাল ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে রাষ্ট্রীয় মর্যাদা, দাফনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। এরপর সরকারের কর্মসূচির সঙ্গে সমন্বয় করা হবে। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠকও অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে, গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নিউমোনিয়া দেখা দেয় এবং কিডনি, লিভার, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন পুরোনো জটিলতায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতি গুরুতর হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও দলনেত্রী ছিলেন।
কসমিক ডেস্ক