বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 23, 2025 ইং
বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা ছবির ক্যাপশন:
ad728

জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের স্বার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করেছে।

বেবিচকের পত্রে উল্লেখ করা হয়, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০ অনুযায়ী বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ। তা সত্ত্বেও গত ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান বিন হাদির মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে কয়েকজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকাকালে কিছু ইলেকট্রনিক মিডিয়া অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন করে ছবি ধারণ করে।

বেবিচক জানিয়েছে, এ ধরনের ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়। ফলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন ব্যবহার না করার জন্য ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সাধারণ জনগণকে কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, নিরাপদ আকাশযাত্রা নিশ্চিত করতে ড্রোন সংক্রান্ত বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করা হবে এবং ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘সার্কের চেতনা এখনো জাগ্রত’ : ঢাকা সফররত দক্ষিণ এশীয় প্রতিনি

‘সার্কের চেতনা এখনো জাগ্রত’ : ঢাকা সফররত দক্ষিণ এশীয় প্রতিনি