স্বচ্ছ ভোট নিশ্চিতে অপরাধীদের তথ্য দিতে পুলিশের আহ্বান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্বচ্ছ ভোট নিশ্চিতে অপরাধীদের তথ্য দিতে পুলিশের আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
স্বচ্ছ ভোট নিশ্চিতে অপরাধীদের তথ্য দিতে পুলিশের আহ্বান ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় অপরাধীচক্রের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে দেবহাটা থানা পরিদর্শনকালে থানা এলাকার দফাদার ও চৌকিদারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় পুলিশ সুপার সবাইকে গণভোটের প্রচার জোরদার করার পাশাপাশি মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী ব্যক্তিদের তথ্য দ্রুত থানা পুলিশকে জানানোর নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার দফাদার ও চৌকিদারদের ব্যক্তিগত সুবিধা-অসুবিধার কথাও শোনেন এবং দায়িত্ব পালনে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

পরিদর্শন শেষে বিকেল ৪টার দিকে দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়ন পরিষদ মাঠে একটি বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মো. আরেফিন জুয়েল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি বা নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে জন্য স্থানীয় জনগণকে প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, ভূমিদস্যু ও নির্বাচন বানচালের অপচেষ্টায় জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর নজরদারি রাখা হবে এবং তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিট পুলিশিং সভায় সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস, অতিরিক্ত দায়িত্বে ডিএসবি) মিথুন সরকার, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বায়েজীদ ইসলাম, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনসহ জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় প্রায় ৪০০ থেকে ৪৫০ জন মানুষ অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইনকিলাব মঞ্চের পেছনের ত্যাগের গল্প জানালেন জুমা

ইনকিলাব মঞ্চের পেছনের ত্যাগের গল্প জানালেন জুমা